মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পানিহাটি পুরসভার প্রশাসকের দ্বায়িত্ব দেওয়া হল বিধায়ক নির্মল ঘোষকে

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৬ আগস্ট: পানিহাটি পুরসভার অচলাবস্থা কাটাতে এবার দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পানিহাটি পুরসভার পৌর প্রশাসকের দ্বায়িত্ব নিলেন পানিহাটির তৃণমূল বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক নির্মল ঘোষ। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে পানিহাটি পুরসভার তৎকালীন পৌরপ্রশাসক স্বপন ঘোষের মৃত্যু হয়। সেই ঘটনার পর পানিহাটি পুরসভায় বেশ কিছুদিন অচলাবস্থার সৃষ্টি হয়।

বিধায়ক নির্মল ঘোষ পানিহাটি পুরসভার বিদায়ী সমস্ত কাউন্সিলরদের ডেকে এরপর দলীয় বৈঠক করেন। সেই বৈঠকের মূল বিষয়বস্তু ছিল পৌরপ্রশাসক নিয়োগ করা। তবে দলের প্রাক্তন তৃণমূল কাউন্সিলররা সেই বৈঠকে পৌর প্রশাসক নিয়োগ নিয়ে ঐক্য মতে পৌঁছাতে পারেনি। সেদিনের বৈঠকে নাম উঠে এসেছিল বিধায়ক নির্মল ঘোষের মেয়ের। তবে নির্মল বাবুর মেয়েকে প্রশাসক হিসেবে মেনে নিতে নারাজ ছিল দলের বেশ কিছু প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। পরবর্তী ক্ষেত্রে রাজ্যের পৌর ও নগরন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয় বর্তমানে পানিহাটি পুরসভার পৌর প্রশাসকের দ্বায়িত্ব সামলাবেন বিধায়ক নির্মল ঘোষই। বুধবার দলের তরফ থেকে নির্মল ঘোষকে পানিহাটি পুরসভার দ্বায়িত্ব দেওয়া হয় আনুষ্ঠানিক ভাবে।

পৌর প্রশাসক হিসেবে দ্বায়িত্ব নিয়ে নির্মল ঘোষ জানান, “নাগরিকদের পরিষেবা প্রাথমিক গুরুত্ব পাবে তার কাজে। আগামী ৬/৭ মাস দলের সকলকে সঙ্গে নিয়ে পানিহাটি পুরসভার উন্নয়ণকে এগিয়ে নিয়ে যাব আমি। বর্ষায় জমা জলের সমস্যা মেটানোতে নজর থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *