জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ জুলাই: “বিধায়ক নিখোঁজ, খুঁজে দিলেই পুরস্কার।” এরকম পোস্টারে ছয়লাপ খড়্গপুর রেল শহর। শুক্রবার বিজেপি বিধায়ক অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে এরকম পোস্টার পড়েছে তালবাগিচা এলাকায়।
শহরের বেশ কয়েকটি এলাকা এখনো গণ্ডিবদ্ধ থাকায় সমস্যায় রয়েছেন এলাকাবাসী। এই অবস্থায় কয়েকদিন শহরে নেই বিধায়ক।
বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি অরূপ দাস বলেন, এগুলো এক ধরনের নোংরামি হচ্ছে। বিধানসভা অধিবেশনের জন্য বিধায়ক কয়েকদিন কলকাতায় রয়েছেন। বিধায়ক হিরণ অবশ্য একবার রিং হতেই ফোন ধরে বলেন, নিখোঁজ ব্যক্তিকে কি ফোনে পাওয়া যায়? পিএসি চেয়ারম্যান নির্বাচন বিষয়ে দলীয় পদক্ষেপের জন্য কলকাতায় রয়েছি। কদিন পরেই খড়গপুর যাচ্ছি।