আমাদের ভারত, হাওড়া, ১৭ অক্টোবর: এবার করোনা আক্রান্ত হলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল। সূত্রের খবর, শুক্রবার জ্বরের উপসর্গ দেখা দেওয়ায় শনিবার বিধায়কের করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতো আজ তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। যদিও বিধায়কের শারীরিক অন্যান্য কোনও সমস্যা না থাকায় তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে বাড়িতেই আছেন।
সূত্রের খবর, গত কয়েকদিন একনাগাড়ে বিভিন্ন দলীয় কার্যক্রমে অংশ নিয়েছিলেন বিধায়ক। খুব সম্ভবত সেখান থেকেই তার দেহে করোনা সংক্রমিত হয়েছে।