পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে গান্ধী ঘাটের ঠিক পাশেই আরও একটি নতুন ঘাটের উদ্বোধন হলো বৃহস্পতিবার সন্ধ্যায়। মহালয়ার ঠিক দু’দিন আগে কাঁসাইয়ের তীরে (কংসাবতী নদীর তীরে) নতুন এই ঘাটের উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। এই ঘাটের নাম দেওয়া হয়েছে ‘তর্পণ ঘাট’। পিতৃপক্ষের অবসানে আর দেবীপক্ষের সূচনায় অর্থাৎ মহালয়ার ভোরে যাঁরা পিতৃ পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন, তাঁদের কথা ভেবেই মেদিনীপুর পৌরসভার উদ্যোগে বেশ কয়েক লক্ষ টাকা ব্যয়ে এই ঘাট নির্মিত হয়েছে বলে জানান বিধায়ক।

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে কংসাবতী নদীর তীরে এর আগে তর্পণের জন্য বিশেষ কোনো ঘাট ছিল না। গান্ধীঘাট সহ কংসাবতী বা কাঁসাই নদীর বিভিন্ন ঘাট গুলিতে শহরবাসীকে বেশ কষ্ট করে, কাদার মধ্যে দাঁড়িয়ে তর্পণ করতে হত। অবশেষে কংক্রিটের তৈরী সুন্দর এক ঘাট নির্মাণ করা হয়েছে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে। কলকাতার বাবুঘাটের অনুসরণে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার পরামর্শে এই ঘাট নির্মিত হয়েছে বলে পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান এবং পৌরসভার পূর্ত দফতরের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর সৌরভ বসু জানিয়েছেন। মহালয়ার ঠিক প্রাক্কালে এমন সুন্দর একটি নদী-ঘাট পেয়ে আপ্লুত শহরবাসী।


