জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ জুন:
মেদিনীপুরের তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে কন্যাদায়গ্রস্ত এক মহিলার মেয়ের বিয়েতে পাশে দাঁড়ালেন বিধায়ক জুন মালিয়া। মায়ের আবেদনে সাড়া দিয়ে উনিশ বছরের যুবতী মধুমিতা দাসের সঙ্গে খড়্গপুরের মাতকাৎপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সুভাষ ভুঁইঞার বিয়ের উদ্যোগ নেন তিনি।
মেদিনীপুরের বাসিন্দা সোনালী দাসের মেয়ে মধুমিতা শহরের সরস্বতী বিদ্যামন্দির থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। দশ বছর আগে তার বাবা টোটন দাস মারা যাওয়ার পর মা সোনালী দাস একটি বেসরকারি নার্সিংহোমে সামান্য মজুরিতে নিরাপত্তা কর্মীর কাজ করে কোনও রকমে সংসার চালান। বিবাহযোগ্যা মেয়ের বিয়ের চিন্তায় তিনি ভেঙে পড়েছিলেন। মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার উদ্যোগে এবং তরুণ সংঘ ক্লাবের সহযোগিতায় সোমবার রাতে মধুমিতার সঙ্গে টোটনের বিয়ে সম্পন্ন হয়। পাত পেড়ে খাওয়ানোর পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে পাত্রের হাতে তুলে দেওয়া হয় খাট আলমারি ও সোনার আংটি। উপস্থিত ছিলেন পৌরসভার প্রাক্তন কাউন্সিলর নির্মাল্য চক্রবর্তী, ক্লাব কর্তা নন্দলাল ভকত, শান্তনু চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।