জে মাহাতো, আমাদের ভারত, ১৯ ফেব্রুয়ারি:
মেদিনীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের নিয়ে সকাল থেকে প্রচার সারলেন স্থানীয় বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া। সকাল থেকে ১৬ নং ওয়ার্ডের সুসময় মুখার্জি, ১৭ নম্বর ওয়ার্ডের নম্রতা চৌধুরী, ২৩ নং ওয়ার্ডের ডঃ চন্দ্রানী দাস, ১৫ নং ওয়ার্ডের রাহুল বিশই এবং ৩ নং ওয়ার্ডের প্রতাপ মুর্মূর সমর্থনে প্রচার করেন। বিভিন্ন ওয়ার্ড এলাকার পাশাপাশি তিনি মেদিনীপুর পুলিশ লাইনের পুলিশ পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করে ভোটের জন্য আবেদন জানান। সঙ্গে ছিলেন টেলি সিরিয়ালের অভিনেত্রী চারু(দেবচন্দ্রানী) আর অভিনেতা আর্য(রেজওয়ান রব্বানী)। জুন মালিয়ার প্রচার মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল ভালো।
এদিন ঘাটাল মহকুমার রামজীবন পৌর এলাকায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভায় ভাষণ দেন রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষ।