আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২ সেপ্টেম্বর:
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল দক্ষিণ ২৪ পরগণা জেলার বিস্তীর্ণ এলাকা। এর মধ্যেই অমাবস্যার ভরা কোটালের জলচ্ছ্বাসে নদী বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছিল সাগর ব্লকের বহু এলাকা। বিশেষ করে একদিকে মুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙ্গে ও অন্যদিকে বঙ্গোপসাগরের বাঁধ ভেঙ্গে সাগর ও ঘোড়ামারা দ্বীপের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়।

পরিস্থিতি সামাল দিতে দ্রুত বাঁধ মেরামতির কাজ শুরু করে সেচ দফতর। বৃহস্পতিবার পূর্ণিমার ভরা কটাল রয়েছে। যদিও সেচ দফতরের দাবি, এই কটালে সেভাবে জল বাড়বে না। তবে দিন পনেরো পর অমাবস্যার ভরা কটালে ষাঁড়াষাঁড়ির বানে নদী ও সমুদ্রে জল বাড়ার সম্ভবনা রয়েছে। আর সেই কারণে আগামী অমাবস্যার আগে সমস্ত বাঁধ যাতে মেরামতি করা যায় সেই চেষ্টা করছে সেচ দফতর। বুধবার সাগরের সুমতি নগর এলাকায় বাঁধ মেরামতির কাজ খতিয়ে দেখতে সেখানে যান সাগরের বিধায়ক বঙ্কিম হাজরা। সেচ দফতরের কর্মীদের সাথে কথা বলে দ্রুত বাঁধ মেরামতির কাজ শেষ করতে বলেন তিনি। পাশাপাশি গ্রামবাসীদের সাথে ও কথা বলে সেচ দফতরকে সাহায্য করার অনুরোধ করেন বিধায়ক।

বিধায়ক বঙ্কিম হাজরা বলেন, “যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত নদীবাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি এই কাজ সম্পন্ন করা হবে। পাশাপাশি আগামী কিছুদিনের মধ্যেই অমাবস্যার ভরা কোটাল রয়েছে তার আগেই যাতে নদী বাঁধ মেরামতি করা যায় সে বিষয়েও প্রশাসন তৎপরতার সাথে কাজ করছে।”

