বিধায়ক ইদ্রিশ আলীর মুখে “খেলা হবে” স্লোগান

আমাদের ভারত, হাওড়া, ১০ ফেব্রুয়ারি: বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রতর পর এবার উলুবেড়িয়া পূর্ব বিধানসভার বিধায়ক ইদ্রিশ আলীর মুখে শোনা গেল, “খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে” স্লোগান। বুধবার সকালে উলুবেড়িয়া পুরসভার ৩ নং ওয়ার্ডের বাউড়িয়ায় বিধায়ক ইদ্রিশ আলীর গলায় এই ধরনের স্লোগান নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক আলোড়ন শুরু হয়েছে উলুবেড়িয়ায়। বিরোধীদের অভিযোগ, নির্বাচনের আগে বিধায়কের গলায় এই ধরনের স্লোগান সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলবে। যদিও শাসক দলের দাবি, এটা নিছক একটা স্লোগান বিরোধীরা অহেতুক এটাকে নিয়ে জলঘোলা করছে।

বিধানসভা নির্বাচনের আগে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে এই স্লোগান ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় শাসক দলের নেতা কর্মীদের মুখে এই ধরনের স্লোগান শোনা গেলেও উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে এই ধরনের স্লোগান শোনা যায়নি। যদিও বুধবার সকালে উলুবেড়িয়ার বাউড়িয়ায় এই ধরনের স্লোগান শোনা গেল বিধায়ক ইদ্রিশ আলী ও তৃণমূল কর্মীদের মুখে। এদিন সকালে বাউড়িয়ায় তৃণমূলের জনসংযোগ যাত্রা ছিল। আর এই জনসংযোগ যাত্রায় বাড়ি বাড়ি ঘুরে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি খেলা হবে স্লোগান দেন বিধায়ক ইদ্রিশ আলী ও তৃণমূল কর্মীরা। এদিকে বিধায়কের গলায় এই ধরনের স্লোগান ওঠা নিয়ে ইদ্রিশ আলীর বক্তব্য বিপক্ষে যখন কোনও প্রতিদ্বন্দ্বী থাকে তখন সেটা খেলা হিসাবে ধরা হয়। আর সেই কারণে আমরা এই স্লোগান দিয়েছি।

যদিও বিধায়কের গলায় এই স্লোগানকে রীতিমতো হুমকি বলে দাবি করেছেন বিরোধীরা। বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি প্রত্যুষ মন্ডল জানান, এটা তৃণমূলের সংস্কৃতি। তিনি বলেন, আগামী দিনে উলুবেড়িয়ার মানুষ এর জবাব দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *