সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ১৫ জুলাই: পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে মৃত দুই পরিবারের পাশে দাঁড়ালেন স্থানীয় বিধায়ক নেপাল মাহাতো। নিহত দুই পরিবারকে সমবেদনা জানাতে শিমুলবেড়া গ্রামে উপস্থিত হন তিনি। পরিবারগুলির হাতে চাল ও আর্থিক সাহায্য তুলে দেন তিনি। বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো জানান, দুটি পরিবারেরই অবস্থা ভাল নয়। যদিও একজন সিভিক ভলান্টিয়ার ছিলেন এবং তাঁর একটি ছোট্ট ছেলে ও স্ত্রী উচমাধ্যমিক পাশ। তাই আগামী দিনে তাঁদের পরিবার ঠিকঠাক চলে অসুবিধায় যাতে না পড়ে তাই, সব রকম সাহায্য আমরা করব।
১৩ জুলাই সোমবার বাঘমুন্ডি থানার অযোধ্যা পাহাড়ের শিমলাবেড়া গ্রামের মাঠাজারা ময়দানে এক দিনের ফুটবল প্রতিযোগিতা চলছিল। ঠিক সেই সময় বাজ পড়ে এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। একজন বাঘমুন্ডি থানার সিভিক ভলান্টিয়ার মহন্ত টুডু (২৮)। অন্য জন লঙ্কেশ্বর টুডু (২০)। ঘটনায় আহত হন ১৬ জন। এঁদের মধ্যে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।