স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ এপ্রিল:
বাড়ির সামনে লম্বা লাইন। ত্রাণ বিলি করতে করতে চাল শেষ হয়ে যাওয়ায় এটিএম থেকে টাকা তুলে চাল কিনে এনে দুঃস্থদের বিলি করলেন নদিয়ার শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। লকডাউন শুরু হওয়ার পর থেকেই কাজ হারিয়ে আর্থিক সমস্যায় ভুগছেন দিন আনা দিন খাওয়া মানুষ। আর এমনই দুঃস্থ পরিবারদের পাশে সাহায্য নিয়ে দাঁড়িয়েছেন বিধায়ক। প্রত্যেকদিন চলছে ত্রাণ বিলির কাজ। শুক্রবারও ত্রাণ বিলি চলার সময় চাল শেষ হয়ে যাওয়ায় বিধায়ক নিজে বেরিয়ে টাকা তুলে চাল কিনে আনেন। বিধায়কের এহেন ভূমিকায় খুশি এলাকাবাসী।