স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৮ এপ্রিল:
লকডাউন চলাকালীন দরিদ্র ও দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিলি চলছে। এবার সেই দুঃস্থ পরিবারগুলির শিশুদের জন্য দুধ বন্টন শুরু করল নদিয়ার শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। বুধবার সকালে শান্তিপুরের বড় বাজার, সেন পাড়া, সাহা পাড়া সহ একাধিক জায়গায় শিশুদের মধ্যে গরুর দুধ বিলি করেন বিধায়ক।
শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য জানান, যেখানে নদিয়ায় দুধের ব্যবসা হয় সেখানে অনেক দুঃস্থ পরিবারের শিশুরা দুধ খেতে পাচ্ছে না। কিছুদিন আগে নদিয়ার ফুলিয়ায় দুধ ব্যাবসায়ীরা দুধ বেচতে পারছিলেন না। ক্রেতার অভাবে লিটার লিটার দুধ তারা ফেলে দিতে বাধ্য হচ্ছিল। আমি সেই কথা মাথায় রেখেই যাতে আর দুধ ব্যাবসায়ীদের দুধ ফেলে দিতে না হয় এবং বাচ্চারাও যাতে অপুষ্টিতে না ভোগে সেই কারণে একটা ক্ষুদ্র প্রয়াস করেছি মাত্র। প্রায় ১২০ লিটার দুধ আমরা আজ দুঃস্থ শিশুদের মধ্যে বিতরণ করতে পেরেছি। প্রাথমিকভাবে যতদিন লকডাউন চলবে ততদিন এই দুধ আমরা প্রতিটা দুঃস্থ পরিবারের শিশুদের মুখে তুলে দেব।