Krishna Kalyani, Carnival, পুর-ব্যর্থতার অভিযোগ তুলে সরকারের কার্নিভাল ‘বয়কট’ খোদ বিধায়কের

আমাদের ভারত, ৪ অক্টোবর: তৃণমূল সরকারের কার্নিভাল ‘বয়কট’ খোদ তৃণমূল বিধায়কের! তৃণমূল বিধায়কের নিশানায় খোদ তৃণমূলের হাতে থাকা পুরসভা। পুর পরিষেবায় ব্যর্থতার অভিযোগে কার্নিভাল বয়কটের ডাক। 

রায়গঞ্জ পুরসভার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ খোদ তৃণমূল বিধায়কের। পুর-ব্যর্থতার অভিযোগ তুলে পুজোর কানির্ভাল ‘বয়কটের’ ঘোষণা। ‘পুরসভা-প্রশাসনের চরম অবহেলায় থমকে গেছে শহরের উন্নয়ন। নগরোন্নয়ন দফতর থেকে ৭ কোটি, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে ১০ কোটি। সরকার থেকে টাকা পেয়েও পরিকাঠামো উন্নয়নে ব্যর্থ পুরসভা-প্রশাসন।

পরিচ্ছন্নতা, উন্নয়ন নিয়ে পুরসভার উদাসীনতায় ক্ষিপ্ত জনগণ। উন্নয়ন-নাগরিক সুরক্ষাকে উপেক্ষা করে শুধু উৎসবের নামে প্রদর্শনী। পুজো কার্নিভাল থেকে নিজেকে সরিয়ে রেখে বিস্ফোরক পোস্ট করেন কৃষ্ণ কল্যাণী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *