পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ জানুয়ারি: আজ সকাল থেকেই চন্দ্রকোনা এক নাম্বার ব্লকের লক্ষ্মীপুর এক নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচি হয়। দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে দিদির দূত তথা চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা লক্ষ্মীপুর এক নম্বর অঞ্চলের জগন্নাথপুর গ্রামের একটি মন্দিরে পুজো দিয়ে এবং ঢাক বাজিয়ে এই কর্মসূচির সূচনা করেন।
এরপর এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলেন। তাদের অভাব অভিযোগের কথা শোনেন এবং তার সমাধানের কথাও বলেন। তার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন। এই কর্মসূচিতে চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা ছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, শহর তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ।