নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২০ জানুয়ারি:
অভিষেক ঘনিষ্ঠ শান্তিপুরের তৃণমূল বিধায়ক অরিন্দম ভট্টাচার্য যোগ দিলেন বিজেপিতে। বুধবার তিনি দিল্লিতে কেন্দ্রীয় সদর দপ্তরে বিজেপিতে যোগদান করেন। তার হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। অরিন্দম ভট্টাচার্যের বিজেপিতে যোগদানের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা শাহনওয়াজ হুসেন।
অরিন্দম ভট্টাচার্য শান্তিপুর বিধানসভায় কংগ্রেসের বিধায়ক হন। কিছু দিন যেতেই তিনি তৃণমূলে যোগদান করেন। তৃণমূলে আসার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হন। কারণ অরিন্দম ভট্টাচার্য রাজ্য যুব কংগ্রেসের সভাপতি ছিলেন। অভিষেক ঘনিষ্ঠ হওয়ার পর থেকেই শান্তিপুর পুরসভার চেয়ারম্যান অজয়ের সঙ্গে দূরত্ব বাড়ে। তৃণমূল নেতৃত্ব বুঝতে পেরেছেন শান্তিপুরে অজয় দে ছাড়া আগামী বিধানসভা নির্বাচনে ভালো ফল সম্ভব নয়। এরপরই শান্তিপুরে প্রাক্তন শান্তিপুরের বিধায়ক অজয় দের গুরুত্ব বাড়ায় তৃণমূল। তাতেই ক্ষুব্ধ হন অরিন্দম ভট্টাচার্য।
শান্তিপুরের একাংশ মনে করছেন অজয় দের গুরুত্ব বাড়ায় এবার হয়তো শান্তিপুর থেকে অরিন্দম ভট্টাচার্যকে টিকিট দিত না তৃণমূল কংগ্রেস। যার জন্যই বিজেপির সঙ্গে বেশ কিছু দিন ধরেই সম্পর্ক রাখছিলেন বিধায়ক। অবশেষে আজ দিল্লিতে গিয়ে তার কয়েকজন ঘনিষ্ঠকে নিয়ে বিজেপিতে যোগদান করলেন অরিন্দম ভট্টাচার্য।

