Bandh, Midnapur, বিজেপির ডাকা বনধ ঘিরে মেদিনীপুরে উত্তেজনা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ আগস্ট: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা গতকালের নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধে আজ মেদিনীপুরে একাধিক ঘটনাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়।

এদিন সকালে জেলা বিজেপি কার্যালয় থেকে একটি মিছিল বনধের সমর্থনে শহর পরিক্রমায় বেরলে দলীয় কার্যালয়ের সামনেই মিছিলটিকে আটকে দেয় কোতোয়ালি থানার পুলিশ। মিছিলটির পুরো ভাগে মহিলা মোর্চার সদস্যরা থাকার জন্য মিছিলটিকে মহিলা পুলিশ কর্মীরা রাস্তায় আটকে দিলে, মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে মহিলা মোর্চার সমর্থকদের ব্যাপক ধস্তাধস্তি লক্ষ্য করা যায়। পরে সমস্ত মহিলা কর্মীদেরই পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। সেইসঙ্গে মিছিলে থাকা অন্যান্য সদস্যদেরও পুলিশ আটক করে।

অপর দিকে ভোরবেলা মেদিনীপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে এবং মেদিনীপুরের মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের অফিসের সামনে রাস্তার উপরে গাড়ির টায়ার জ্বেলে বিক্ষোভ দেখায় বনধ সমর্থক ও বিজেপি কর্মীরা। মেদিনীপুর শহরে পুলিশ বিজেপির কয়েকজন নেতা- কর্মীকে গ্রেপ্তারও করেছে।

অন্যদিকে জেলার ঘাটালের দাসপুরের কলোরা এলাকাতে সকাল থেকেই উত্তেজনা ছড়ায়। বনধ সমর্থকরা ঘাটাল- পাঁশকুড়া সড়ক আটকে যান চলাচল বন্ধ করার চেষ্টা করলে পুলিশের তাদের সরিয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *