জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ জুলাই:
আর্জেন্টিনা দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকা ট্রফি জেতায় মেদিনীপুর মেসি ফ্যান ক্লাবের পক্ষ থেকে মেদিনীপুর শহরে পথ চলতি মানুষদের মিষ্টি মুখ করানো হল। করোনা পরিস্থিতিতে এবার মেসির জন্মদিন পালন করতে পারেনি মেদিনীপুরের এই ফ্যান ক্লাবটি। তাই কোপা আমেরিকা ট্রফি জয়ের আনন্দে রবিবার আর্জেন্টিনা ফুটবল দল ও মেসির পতাকা ও ছবি লাগিয়ে শহরের এল আইসি মোড়ে পথ চলতি মানুষদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ফ্যান ক্লাবের সম্পাদক অভিষেক দাস সহ রুদ্রজিৎ নাগ, স্বরূপ দত্ত, সুস্বাগত পড়িয়া ও অন্যান্যরা।

