আমাদের ভারত, ২৬ ডিসেম্বর: মিশন ২০২৪ লোকসভা নির্বাচন। বঙ্গ সফরে এসে তাই লোকসভা নির্বাচনের জন্য ১৫ জনের নির্বাচনী কমিটি গড়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় অবজার্ভার ও রাজ্য নেতারা এই কমিটিতে থাকলেও বাদ পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
অমিত শাহের তৈরি করা কমিটিতে আছেন, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অমিতাভ চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, রাহুল সিনহার মতো রাজ্য নেতারা। এছাড়াও আছেন অমিত মালব্য, মঙ্গল পান্ডে, সতীশ ধন্দ, আশা লাকরা, জ্যোতির্ময় মাহাতো, দীপক বর্মন বলে সূত্রের খবর। কমিটিতে জায়গা পাননি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক, শান্তনু ঠাকুর, সুভাষ সরকার, জন বার্লা।
এই কমিটির কাজ হবে নির্বাচন সংক্রান্ত সব কাজ খতিয়ে দেখা। কোথায় কিভাবে প্রচার হবে? কোন কোন কেন্দ্রীয় নেতা রাজ্যে আসবেন? এসব ঠিক করার দায়িত্ব থাকবে এই নেতাদের কাঁধেই। রাজ্য বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্বের কথা শোনাগেছে বারবার। কিন্তু তার মধ্যে ভোটের আগে এই টিম গঠন করে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিলেন শাহ, বলে মনে করা হচ্ছে।
মাত্র এক মাসের ব্যবধানেই কলকাতায় এলেন বিজেপির চাণক্য। একুশে জুলাই ধর্মতলায় যেখানে তৃণমূল সভা করে সেখানেই ২৯ নভেম্বর সভা করেছিল বিজেপি। সেখানেই ২৪-এর লোকসভা ভোটে ফের বাংলা থেকে ৩৫ আসনের জয়ের টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। কিন্তু এই ৩৫ আসনে জয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে রণকৌশল কি হবে? বছর শেষের আগে তাই আবারও বাংলা সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার তাঁর সফর সঙ্গী বিজেপি সভাপতি জেপি নাড্ডাও।
সূত্রের খবর, ১৫ জনকে নিয়ে নির্বাচনী কমিটি করেছেন অমিত শাহ। এছাড়াও লোকসভা ভোটে প্রার্থী হিসেবে কুড়ি জন বিধায়কের নাম নিয়ে আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত যদি বিধায়করা টিকিট পান তাহলে বাদ পড়তে পারেন বর্তমান কয়েকজন সাংসদের নাম। অমিত শাহের নির্দেশ নিয়ে আলোচনা করতে আগামীকাল বৈঠক করবে বঙ্গ বিজেপি বলে খবর।

