অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১১জুন: জঙ্গলের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল সাঁকরাইল ব্লকের মুড়াকাটি গ্রামে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম সুশীল মাহাতো। বয়স ৫০ বছর। তিন দিন আগে বাড়ি থেকে নিখোঁজ ছিল সুশীল মাহাতো। আজ বৃহস্পতিবার কয়েকজন গ্রামবাসী মৃতদেহটি একটি ঝোঁপের গাছের মধ্যে ঝুলে থাকতে দেখে। তার পরেই সাঁকরাইল থানায় খবর দেয়। সাঁকরাইল থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পাঠিয়েছে।