আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৩ নভেম্বর: এক নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নয়াগ্রামে। মৃতের নাম ঠাকুর দাস মুর্মু (৬৫)।ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানা এলাকার নতুন সাই(খানামুড়ী) গ্রামে। মৃত ব্যক্তি বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতি বার সন্ধ্যা ৮টা নাগাদ ঠাকুর দাস মুর্মু বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর তিনি আর ফিরে আসেননি। মৃত ব্যক্তির স্ত্রী সাফুর মুর্মু প্রতিবেশীদের নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু তার কোনো হদিস পাওয়া যায়নি। শনিবার সকাল ৭টা নাগাদ পাশের জরকা গ্রামের বাসিন্দারা সেখানকার একটি পুকুরে মৃতদেহ ভাসতে দেখেন। এরপর তারাই নয়াগ্রাম থানার পুলিশকে খবর দেন। কিছুক্ষণ পর পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়্গ্রাম জেলা হাসপাতালে পাঠায়। কিভাবে ওই নিখোঁজ ব্যক্তির মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।