জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ মার্চ: নিখোঁজ হয়ে যাওয়া ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে আড়াই মাস পর বাড়িতে ফিরিয়ে দিল দাসপুর থানার পুলিশ। এবছর ১৫ জানুয়ারি নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান দাসপুর থানা এলাকার ধর্মসাগর গ্রামের বাসিন্দা তেজবালি গঙ্গা চৌবে। এরপর বাড়ির লোকজন বিভিন্ন আত্মীয়ের বাড়িতে খোঁজ করার পর না পেয়ে নিখোঁজ ব্যক্তির ভাইপো অশোক চৌবে দাসপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন।
গত ২৬ মার্চ বীরভূমের বিভিন্ন গ্রামে ঘুরতে দেখে স্থানীয় পুলিশ ওই ব্যক্তিকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে পরিচয় জানার পর দাসপুর থানায় খবর দেয়। এরপর বীরভূম থেকে দাসপুরে নিয়ে এসে নিখোঁজ তেজবালি গঙ্গা চৌবেকে পুলিশের পক্ষ থেকে তার ভাইপো অশোক চৌবের হাতে তুলে দেওয়া হয়।