আমাদের ভারত, হুগলী, ৪ নভেম্বর: তারকেশ্বরের আস্তারা দত্তপুর গ্ৰাম পঞ্চায়েতের উত্তরপাড়ায় বিজেপির লাগানো “মোদী পাড়া ” ব্যানার ছিঁড়ে দিল
দুষ্কৃতিরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির তরফে এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। যদিও তণমূল বিজেপির অভিযোগ অস্বীকার করেছে।
উল্লেখ্য, উত্তরপাড়া গ্ৰামে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে” মোদী পাড়া ” লিখে বেশ কিছু ব্যানার ঝোলায় বিজেপি বিজেপির মন্ডল সভাপতি সুরদীপ ঘোষ। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কিন্তু আজ সকালে এলাকার মানুষজন ও বিজেপি কর্মীরা দেখেন সেই “মোদী পাড়া” লেখা সমস্ত ব্যানার ছিঁড়ে পড়ে রয়েছে রাস্তার উপর।