আমাদের ভারত, নদিয়া, ৩ সেপ্টেম্বর: আবারও দুষ্কৃতী তান্ডবে কেঁপে উঠল নদিয়ার শান্তিপুর। এবার শান্তিপুরের মাতাল গড়ে এক যুবককে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। সূত্রের খবর, শান্তিপুরের মাতালগড় এলাকার বাসিন্দা পেশায় তাঁত শ্রমিক রাজা পালের সাথে বুধবার রাতে বচসা হয় স্থানীয় কিছু যুবকের। অভিযোগ, এর পরই রাতে রাজা পালের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা ও তার বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনায় কোনও ক্রমে রাজা পাল প্রাণে বাঁচলেও এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


