জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ জুলাই:
চোলাই মদ বিক্রির বিরোধিতা করায় দাসপুরে একটি বইয়ের দোকান ও একটি ট্রাক্টরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে চোলাই কারবারীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে দাসপুর থানার আরিট গ্রামের বাসিন্দা স্বপন কুমার মাজির একটি ট্রাক্টরে এবং মনিন্দ্র নাথ মাজির বইয়ের দোকানে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। ওই গ্রামের বিদ্যালয় সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা চোলাই মদের কারবারের বিরোধিতা করে আসছিলেন স্বপন ও মনিন্দ্র বাবুরা। এই কারণে বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা তাদের চাষের ট্রাক্টর এবং বইয়ের দোকান জ্বালিয়ে দিয়েছে বলে মনে করছেন গ্রামবাসীরা। ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ।