স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৬ অক্টোবর: তোলাবাজির টাকা না দেওয়ায় তিনজনের বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা। তারা বাড়িতে ভাঙ্গচুর করে ও মহিলাদের শ্লীলতাহানি করে। তাদের জামাকাপড় ছিঁড়ে দেয়। নদিয়ার শান্তিপুর থানার ঘটনা।
জানা যায়, গতকাল রাতে তোলাবাজির টাকা না দেওয়ায় দুই ব্যবসায়ী ও এক যুবকের বাড়ি হামলা চালায় দুষ্কৃতীরা। বহুদিন ধরেই কাপড়ের ব্যবসার সাথে যুক্ত শান্তিপুরের মোদী পাড়ার মিঠুন বিশ্বাস ও গুলবাজ মোড়ের পাপ্পা শর্মা। এলাকার তৃণমূল আশ্রিত এক তোলাবাজ নিয়মিত তোলা আদায় করে। পুজোর সময় তারা তোলা চাইছিল বলে অভিযোগ। কিন্তু ওই দুই ব্যবসায়ী তোলা দিতে না চাওয়ায় তাদের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত ঐ তোলাবাজ ও তার দলবল।
অভিযোগ, দুই ব্যবসায়ী তোলাবাজির টাকা না দেওয়ায় গতকাল রাতে মনোজ সরকারের দলবল তাদের ওপর হামলা চালায়। অভিযোগ বাড়ি ভাঙ্গচুর সহ মহিলাদের শ্লীলতাহানিও করে দুষ্কৃতিরা। তাদের নাইটি এবং কাপড় ধরেও টানাটানি করে। শরীরের বিভিন্ন জায়গায় হাত দেওয়ারও অভিযোগ ওঠে মনোজ সরকারের দলের বিরুদ্ধে। ওই দুই ব্যবসায়ী ছাড়াও এক যুবকের বাড়িতেও গতকাল তারা তোলাবাজির টাকা চাইতে যায়। যুবককে না পেয়ে তারা তার বাড়ি ভাঙ্গচুর করে। মারধর ও শ্লীলতাহানি করে। মহিলাদের কাপড় ধরে টানাটানি করারও অভিযোগ ওঠে। অভিযুক্তদের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত পুলিশ এই অভিযোগে কাউকে গ্রেপ্তার করেনি।