আমাদের ভারত, নদিয়া, ২৭ ফেব্রুয়ারি: জোর করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ বেশকিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ বাধা দিতে গেলে পুলিশকে মারধর করে ও পুলিশের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

শান্তিপুরের ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া প্রায় শেষের দিকে চলাকালীন হঠাৎই বুথ দখল করার চেষ্টা করছিল বহিরাগত বেশ কিছু যুবক। বুথের ভেতরে ঢুকে ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করছিল বহিরাগত যুবকদের দল। পুলিশ বাধা দিতে গেলে শুরু হয় পুলিশের সাথে ধাক্কাধাক্কি। এরপর পুলিশকে মারধর করে পুলিশের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা তারা। তখনই তাদের হাতেনাতে ধরে ফেলে পুলিশ কর্মীরা। এরপরই শুরু হয় পুলিশের লাঠিচার্জ। গোটা বুথ চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। যদিও বহিরাগত বেশকিছু যুবককে ইতিমধ্যে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ।


