আমাদের ভারত, বহরমপুর, ২রা আগস্ট: মুর্শিদাবাদের বহরমপুরের গোরাবাজারে লোকসভার পরিষদীয় দলনেতা তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর বাসভবনে শনিবার মধ্যে রাতে হামলা চালায় দুষ্কৃতীরা। ইদের মধ্যে রাতে দুষ্কৃতী হামলার প্রতিবাদ জানিয়ে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার জেরে রবিবার সকালে বহরমপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে।

বহরমপুর বিধানসভার বিধায়ক মনোজ চক্রবর্তী জানান, বর্তমানে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী দিল্লিতে রয়েছেন। শনিবার মধ্যে রাতে গোরাবাজার তার বাসভবনে ঢুকে দুষ্কৃতীরা হামলা চালায়, আমরা রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে আবেদন করছি দুষ্কৃতীদের চিহ্নিত করে আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি দেওয়া হোক। তবে কি কারণে দুষ্কৃতীরা এই হামলা চালাল তার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।
মুর্শিদাবাদ জেলা পুলিশ জানিয়েছে, কি কারণে এই হামলা তার তদন্ত শুরু করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখা হচ্ছে।

