Minority Unity Front, Bangladesh, অব্যাহত নৃশংসতায় তীব্র ক্ষোভ সংখ্যালঘু ঐক্যমোর্চার, বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ

আমাদের ভারত, বাংলাদেশ, ২২ ডিসেম্বর: সহিংস ঘটনার প্রতিবাদে সংখ্যালঘু ঐক্যমোর্চার উদ্যোগে সোমবার ঢাকার জাতীয় প্রেস ক্লাব চত্বরে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশশেষে এক বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রীস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও। বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড: নিমাই চন্দ্র ভৌমিক, প্রেসিডিয়াম সদস্য এ্যাড. সুব্রত চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংখ্যালঘু ঐক্যমোর্চার যুগ্ম সমন্বয়ক মনীন্দ্র কুমার নাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ডি এন চ্যাটার্জি, মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, বাংলাদেশ ঋষি পঞ্চায়েত ফোরামের সভাপতি রামানন্দ দাস, বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. সুমন কুমার রায়, সংখ্যালঘু অধিকার আন্দোলনের নেতা সুস্মিতা কর, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ দাস, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক ডা: এম কে রায়, বাংলাদেশ হিন্দু মহাসংঘের সভাপতি পিযুস দাস, বাংলাদেশ হিন্দু ঐক্য ফোরামের সভাপতি কে সি মজুমদার খোকন, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. অনুপ কুমার সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা, বাংলাদেশ জাতীয় যুব হিন্দু মহাজোটের সভাপতি প্রদীপ কান্তি দে ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সজীব সরকার প্রমুখ সংখ্যালঘু নেতৃবৃন্দ।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সচিব পলাশ কান্তি দে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব চত্বর থেকে হাইকোর্টের সামনে দিয়ে পল্টন মোড় ঘুরে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এছাড়া সারা দেশে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *