Minor worker, Barasat, ব্যাগ তৈরির কারখানায় নাবালক শ্রমিককে বেধড়ক মারধর, অহত অবস্থায় ভর্তি বারাসত হাসপাতালে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ সেপ্টেম্বর: ব্যাগ তৈরির কারখানায় বছর বারোর শ্রমিককে বেধড়ক মারধর ও অত্যাচারের অভিযোগ উঠল কারখানার মালিকের বাবার বিরুদ্ধে। আক্রায় নাবালককে অত্যাচার কাণ্ডের পুনরাবৃত্তি এবার উত্তর ২৪ পরগনার বারাসত থানার দেগঙ্গার নুরনগর পঞ্চায়েতের খেজুরডাঙা গ্রামে। গুরুতর জখম অবস্থায় ওই কিশোর বারাসত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এনিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমেছে বারাসত থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খেজুরডাঙা গ্রামে একটি ব্যাগ তৈরির কারখানায় কাজ করে বেশ কিছু শিশু শ্রমিক। বুধবার কাজ চলাকালীন দুই শিশু শ্রমিকের মধ্যে গোলমাল বাধে। এই ঘটনায় কারখানার মালিকের বাবা মজিদ মণ্ডল এক শিশু শ্রমিককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। প্রচণ্ড মার ও অত্যাচারে অজ্ঞান হয়ে যায় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে, পরে বারাসত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন কারখানা মালিকের বাবা মজিদ মণ্ডল। তিনি জানিয়েছেন, “ওই শিশুটি আমার নাতিকে মেরেছিল। আমি ওদের ছাড়িয়ে দিয়েছি। কোনো মারধর করা হয়নি।”

উল্লেখ্য, এর আগে ২৮ মে থেকে নিখোঁজ ছিল ওই নাবালক। মহেশতলার জিনসের ধোলাই কারখানায় উলটো করে ঝুলিয়ে বিদ্যুত শক দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই ভয়াবহ যন্ত্রণার ভিডিও সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছিল। এই ঘটনার পর থেকেই উত্তর দিনাজপুরের ইসলামপুরের ছ’ঘরিয়ার কিশোর নিখোঁজ হয়ে যায়। ৪২ দিন পর বাড়ি ফেরে সে। বারাসতের ঘটনায় পুলিশ জানিয়েছে তদন্ত চলছে, প্রকৃত অভিযুক্তকে গ্রেফতার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *