বালুরঘাট- শিয়ালদহ রুটে সরাসরি নতুন ট্রেনের ছাড়পত্র দিল রেলমন্ত্রক, একনজরে দেখে নিন তার সময়সূচি

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৮ ডিসেম্বর: বালুরঘাট- শিয়ালদহ রুটে নতুন ট্রেনের ছাড়পত্র দিলো রেলমন্ত্রক। শুক্রবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই জানিয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তাঁর দাবি, সপ্তাহে প্রতিদিন এবং নিয়মিত বালুরঘাট ও শিয়ালদহ থেকে ছাড়বে এই ট্রেনটি। যে খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দক্ষিণ দিনাজপুরে।

রেলদপ্তর সূত্রের খবর অনুযায়ী, আত্রেয়ী এক্সপ্রেস নামক এই ট্রেনটি সপ্তাহে সাত দিনই সরাসরি বালুরঘাট থেকে ছুটবে শিয়ালদহ পর্যন্ত। সন্ধ্যা ৭টায় বালুরঘাট স্টেশন ছেড়ে যে ট্রেনটি পরদিন সকাল সাড়ে চারটে নাগাদ পৌঁছাবে শিয়ালদা স্টেশনে। একইভাবে রাত সাড়ে দশটায় শিয়ালদা স্টেশন ছেড়ে পরদিন সকাল সাড়ে আটটা নাগাদ বালুরঘাট পৌঁছাবে এই ট্রেনটি বলে রেলদপ্তর সুত্রের খবর।

এদিন যার ছাড়পত্র রেলমন্ত্রক দিতেই খুশিতে উচ্ছ্বসিত হয়ে ওঠে সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলাবাসী। কেননা এর পূর্বে বালুরঘাট থেকে সরাসরি শিয়ালদা পর্যন্ত ট্রেন না থাকায় গৌড় লিঙ্কে চেপে চরম দুর্ভোগ পৌহাতে হত এই জেলার মানুষকে। যা নিয়ে বিভিন্ন সময় রেলদপ্তরে বিভিন্ন ভাবে দরবার করেছেন এই জেলার মানুষ। বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারও। এদিন রেলমন্ত্রক থেকে যার ছাড়পত্র মিলতেই কিছুটা উচ্ছ্বসিত হয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টও করেছেন সুকান্তবাবু।

বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, জেলার মানুষের বহু দিনের দাবি ছিল বালুরঘাট থেকে
শিয়ালদাগামী সরাসরি এই ট্রেনটির। এদিন যার ছাড়পত্র মিলেছে রেলমন্ত্রক থেকে। এই ট্রেনটি জেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রেন হয়ে উঠবে আগামী দিনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *