আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ মে: পশ্চিম মেদিনীপুর জেলার অধিকাংশ এলাকা থেকেই রেশন দ্রব্য বিলিবন্টন এবং রেশন দ্রব্যের গুণগত মান নিয়ে প্রচুর অভিযোগ এসেছে। বিভিন্ন জায়গায় রেশন দ্রব্য বিলি করা নিয়ে গন্ডগোলের খবরও পাওয়া গেছে। সাধারণ মানুষ যাতে সরকারি রেশন দ্রব্য সঠিকভাবে পান সেজন্য আজ মঙ্গলবার পিংলা বিধানসভা এলাকার রেশন দোকানগুলি পরিদর্শন করেন সেখানকার বিধায়ক তথা মন্ত্রী সৌমেন মহাপাত্র। রেশনের সামগ্রী তারা ঠিকমতো পাচ্ছেন কি না সে বিষয়ে এলাকার মানুষদের সঙ্গে তিনি কথা বলেন।