আমাদের ভারত, হাওড়া, ১০ নভেম্বর: রাজ্যপালকে কম কথা বলার পরামর্শ দিলেন তৃণমূলের মন্ত্রী ডক্টর নির্মল মাজি। শুধু তাই নয়, তিনি রাজ্যপালের মুখে লিউকোপ্লাস্ট লাগানোর পরামর্শ দেন। মঙ্গলবার উলুবেড়িয়া ২ নং ব্লকের পীরতলায় এক প্রতিবাদ সভায় হয়। সেই সভায় তিনি একথা বলেন।
ওই সভায় ৫০০ জন বিজেপি সিপিএম কংগ্রেস কর্মী তৃণমূলে যোগ দিল। কেন্দ্রীয় সরকারের “জনবিরোধী নীতির প্রতিবাদে” উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ডাকা প্রতিবাদ জনসভায় দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী ডা. নির্মল মাজি। তিনি বলেন, বাংলা দখলের যে দিবা স্বপ্ন বিজেপি দেখছে সেটা কোনও দিন বাস্তবায়িত হবে না। এই করোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী যখন দিনরাত এক করে কাজ করে চলেছেন তখন রাজ্যপাল জগদীপ ধনকর একটি রাজনৈতিক দলের হয়ে কথা বলছেন। তিনি বলেন, রাজ্যপাল যত কম কথা বলবেন তত বাংলার মঙ্গল। এমনকি এদিনের সভামঞ্চ থেকে রাজ্যপালের মুখে লিউকোপ্লাস্টার লাগানোর পরামর্শ দেন মন্ত্রী ডা. নির্মল মাজি।
এদিনের এই প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িযা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস, উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য মদনমোহন মন্ডল, প্রসূন বাকুলি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।