জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: এক সপ্তাহ আগে রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র করোনা আক্রান্ত হয়েছিলেন। গত ২৫ আগস্ট তিনি করোনা টেস্ট করানোর পর তার পজিটিভ রিপোর্ট পাওয়া যায় তার করোনা আক্রান্ত হওয়ার খবর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণের উদ্দেশ্যে জানিয়েছিলেন। এরপর তিনি স্বাস্থ্য দপ্তরের নিয়ম মেনে নিজের বাড়িতে হোম আইসলেশনে ছিলেন। বুধবার পুনরায় তার করোনা টেস্ট করানোর পর নেগেটিভ রিপোর্ট আসে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে তিনি কাজেও যোগ দিয়েছেন বলে মন্ত্রী সৌমেন মহাপাত্র জানিয়েছেন।

