জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ আগস্ট:
করোনা পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের করোনা প্রতিরোধ উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, ইতিমধ্যে রাজ্যে ৬৮টি কোভিড হাসপাতাল করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো কিভাবে করোনাকে সার্বিক নিয়ন্ত্রণ করা যায় তার প্রস্তুতি নিচ্ছেন। তার উন্নয়ন মূলক কাজের নিরিখে সারা দেশের বিচারে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বলে দাবি করেন সৌমেন মহাপাত্র।
মন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেন, দিলীপ ঘোষ বলেছেন হাসপাতাল দরকার নেই, দরকার মন্দির। এর উত্তরে সাংবাদিকদের মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, মানব সেবাই হল আসল ধর্ম। দিলীপ ঘোষের মতো একজন বিচক্ষণ ব্যক্তি কি করে এসব কথা বলেন তা বোঝা যায় না। বাংলার মানুষ তার কথার নিন্দা করছেন। এরকম অর্বাচীনের মত কথা দিলীপ ঘোষের মত মানুষদের মুখেই মানায়।

