জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর: রাজ্যবাসীর করোনা সংক্রমণ মুক্তির প্রার্থনায় মঙ্গলবার তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র। সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে ছিলেন। কয়েকদিন আগে তার দ্বিতীয় করোনা পরীক্ষা করা হলে নেগেটিভ রিপোর্ট আসে এবং তিনি রোগ মুক্ত হন। এই অতি মহামারী করোনা থেকে মুক্তি পাওয়ার পর রাজ্যের মন্ত্রী মঙ্গলবার সকালে সতীর একান্ন পীঠের অন্যতম পীঠ বর্গভীমা মন্দিরে পুজো দিতে যান। সেখানেই দেবী মন্দিরে তিনি নিজের পরিবারের মঙ্গলকামনার পাশপাশি রাজ্যবাসীর মঙ্গলকামনা করেন। নিজের পরিবারের এবং রাজ্যের সমস্ত পরিবারের সুস্থতা কামনা করার জন্যই এদিন তিনি বর্গভীমা মন্দির পুজো দিয়েছেন বলে মন্ত্রী জানিয়েছেন।