জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ অক্টোবর:
খড়গপুর ব্লক ২ এর চকমকরামপুর ৪ নং অঞ্চলের মাওয়া হাটপাড়া হইতে মাওয়া স্কুল পর্যন্ত তৈরি হওয়া নতুন রাস্তাটির উদ্বোধন করলেন এলাকার বিধায়ক তথা জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র। উপস্থিত ছিলেন খড়গপুর দু’নম্বর ব্লকের বিডিও, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তৃষিত মাইতি, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সনাতন বেরা সহ ব্লকের সাধারণ সম্পাদক সুখেন্দু সামন্ত, পীযূষ কান্তি ঘোষ, সুব্রত কর সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। সম্প্রতি এই নতুন রাস্তাটি তৈরি করা হয়েছে। শনিবার তা উদ্বোধন করলেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র।


