আমাদের ভারত, মেদিনীপুর, ৭ মে: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর জরুরি ত্রাণ তহবিলে পয়তাল্লিশ হাজার টাকা তুলে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র। এই অর্থ সংগ্রহ করতে পিংলা ব্লক অফিসের কর্মচারীরা সহ এই ব্লকের অন্তর্গত ভি আরপি, এবং ব্লকের কয়েকজন রেশন ডিলার বিশেষ উদ্যোগ নেন। তাদের সহযোগিতাতেই এলাকার বিধায়ক তথা মন্ত্রী সৌমেন মহাপাত্র মোট ৪৫ হাজার টাকা মুখ্যমন্ত্রীর জরুরি ত্রাণ তহবিলে তুলে দিয়েছেন। মন্ত্রী জানান, এই কঠিন পরিস্থিতিতে করোনা মহামারি ঠেকাতে সাহায্য করার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল সামান্য হলেও এই টাকা দিতে পেরে ভালো লাগছে।