সম্প্রীতি বজায় রাখতে রাখি বন্ধন কর্মসূচি পালন করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

নীল বনিক, আমাদের ভারত, ১৮ ডিসেম্বর: রাজ্যে সম্প্রীতির ছবি ধরে রাখতে রাখি উৎসবকে বেছে নিলেন মমতা বন্দ্যেপাধ্যায়। তার নির্দেশ পাবার পরেই সম্প্রতি বজায় রাখতে সকলকে রাখি পরালেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

বুধবার টালিগঞ্জে আনোয়ারশাহ রোডে দুই সম্প্রদায়ের মানুষকে রাখি পরালেন শোভনদেব চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সম্প্রতির জন্য দলকে রাখি বন্ধন কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছেন। দলনেত্রীর নির্দেশের পরেই আজ সকালে শহরের দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রতি বন্ধনে রাস্তায় নামলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, অতীতে বঙ্গভঙ্গ রোধে রবীন্দ্রনাথ ঠাকুর দুই সম্প্রদায়ের মধ্যে রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। বর্তমানে ফের রাজনীতির কারনে এই উৎসবের প্রয়োজন রয়েছে। তাই আমরা বাংলার ঐতিহ্যকে রক্ষা করতে অকাল রাখি উৎসব পালন করছি বলে জানালেন শোভনদেব চট্টোপাধ্যায়।

সম্প্রতি সংশোধিত নাগরিক আইন নিয়ে রাজ্যে অশান্তির আবহ তৈরি হয়। অশান্তি থামাতে একদিকে মুখ্যমন্ত্রী পুলিশকে কড়া বার্তা দিয়েছেন। অশান্তি পাকালেই তাদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে অশান্তি থামাতে নিজে দলকেও রাস্তায় নামিয়ে দিলেন। রাখি বন্ধনের মতো কর্মসূচি নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ ঘোচাবার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ একটাই দ্রুত রাজ্যে দ্রুত শান্তি ফিরিয়ে আনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *