পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ জানুয়ারি: শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৩ নম্বর অঞ্চলের পুকুরিয়াপাট গ্রামে “দিদির সুরক্ষা কবচ” নিয়ে সভার আয়োজন করে তৃণমূল নেতা ও কর্মীরা। সভায় উপস্থিত ছিলেন কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে শিউলি সাহা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগেন। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করেন। তিনি বলেন, যারা কেশপুরের পিয়াশালাতে নর কঙ্কাল বানিয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মীদের, আর আজ তাদের সঙ্গে মিশে গিয়ে তিনি দিদিকে মিথ্যা আক্রমণ করছেন।
এদিনের সভায় মন্ত্রী শিউলি সাহা ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, ব্লক সভানেত্রী হাবিবা বেগম সহ অন্যান্য অঞ্চল ও ব্লক নেতৃত্ব। মূলত পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই কর্মসূচির মধ্য দিয়ে রাজ্য সরকারের একাধিক প্রকল্প সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।

