সাথী দাস, পুরুলিয়া, ১৬ অক্টোবর: মেগা মিছিল ও পথ সভা করে ভোটের প্রস্তুতি শুরু করলেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শান্তিরাম মাহাতো। বৃহস্পতিবার বলরামপুর ব্লক সদরে তাই ৫ হাজার মানুষকে নিয়ে মিছিলের নেতৃত্ব দিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতরের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শান্তিরাম। দলের সভাপতির পদ হারানোর পর দমে না গিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে শুধু নয়, আসন্ন বিধানসভা নির্বাচনে বলরামপুর কেন্দ্রের প্রার্থী হিসেবেই এই কর্মসূচি তাঁর। অন্তত এমনটাই মনে করছেন বলরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বলরামপুর ব্লক সদরের প্রান্ত থেকে জমায়েত হয় মিছিল শুরু হয়। বিভিন্ন রাস্তা অতিক্রম করে মিছিল শেষ হয় বলরামপুর মোড়ে। কার্যত বিজেপি এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝড় তুলতে এই মিছিল অনুষ্ঠিত হয়। যদিও কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে এই কর্মসূচি বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। মিছিল শেষে পথসভায় শান্তিরাম মাহাতো ছাড়াও বিজেপি বিজেপির বিরুদ্ধে এবং কৃষি আইনের বিরোধিতা করেন তৃণমূলের অন্যান্য বক্তারা।