আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৯ নভেম্বর: শুক্রবার রাজ্যের কারিগরি শিক্ষা ও প্রযুক্তি মন্ত্রী পূর্ণেন্দু বসু বিনপুর ২নং ব্লকের নারায়ণপুরে অবস্থিত আইটিআই কলেজ ও ঝাড়গ্রাম শহরের আইটিআই কলেজ দুটি পরিদর্শনে আসেন। এদিন দুপুরে তিনি ওই দুটি কলেজ ঘুরে দেখেন।
কলেজ দুটিতে ছাত্র-ছাত্রীদের কি কি অসুবিধে আছে এবং পড়াশোনার পরিকাঠামোগত কি সব ত্রুটি রয়েছে সে বিষয়ে কর্তৃপক্ষের কাছে জানতে চান। এইসমস্ত বিষয় নিয়ে আলোচনায় বসেন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে। এদিন তিনি প্রথমে ঝাড়গ্রামের আইটিআই কলেজ পরিদর্শন করেন এবং তারপর বেলপাহাড়ি যান। সেখানে নারায়ণপুর আইটিআই কলেজ ঘুরে দেখেন। বিকেলে তিনি বেলপাহাড়ি থেকে পুরুলিয়া জেলার বান্দোয়ানের উদ্দেশ্যে রওনা দেন।