রাজেন রায়, কলকাতা, ১৮ অক্টোবর: করোনার বিরুদ্ধে লড়াই করতে করতে এবার নিজেই করোনা আক্রান্ত হলেন মন্ত্রী নির্মল মাঝি। শনিবারই তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। কোভিড উপসর্গ থাকায় ওই দিন রাতেই মন্ত্রীকে কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি ব্লকে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
সেপ্টেম্বরের শুরুতেই মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নির্মল মাজিকে। মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তার কয়েকদিনের মধ্যেই এবার করোনা সংক্রমিত হলেন।
জ্বর ও শ্বাসকষ্ট থাকায় বেসরকারি ল্যাব থেকে নমুনা পরীক্ষা করিয়েছিলেন মন্ত্রী নির্মল মাজি। সেই রিপোর্টই শনিবার পজিটিভ আসে। জানা গিয়েছে, মন্ত্রীর শারীরিক পরিস্থিতির ততটা গুরুতর নয়। এমনকি অক্সিজেন মাত্রা স্বাভাবিক রয়েছে। কিন্তু রক্তচাপ-সুগার, অতিরিক্ত ওজনের মতো একাধিক কো-মর্বিডিটি থাকায় কোনও ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা।
জানা গিয়েছে, গত দু-তিনের মধ্যেই কলকাতা মেডিক্যালের রোগীকল্যাণ সমিতির বৈঠকে হাজির ছিলেন নির্মল মাজি। সেখানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ-সহ মেডিক্যালের অনেক শিক্ষক-চিকিৎসকরাও ছিলেন। তাই মন্ত্রীর সংস্পর্শে এসে কেউ করোনা পজিটিভ হয়েছেন কিনা তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। তবে মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন সকলেই।