পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: ঘূর্ণিঝড় ডানা স্থলভূমিতে প্রবেশ করার পর, পশ্চিম মেদিনীপুর জেলায় তার জেরে ক্ষয়ক্ষতির বিশেষ প্রভাব না পড়লেও জেলায় এখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজ জেলার দাঁতন ১ এবং ২ ব্লকের ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করলেন রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী ডাক্তার মানস ভুঁইঞা।
এদিন তিনি সাংবাদিকদের জানান, ডানার প্রকোপ থেকে রক্ষা করার জন্য জেলার ২৫ হাজার ৭৫০ জন মানুষকে নিরাপদ আশ্রয়ে রাখার ব্যবস্থা করা হয়েছিল। ত্রাণ শিবিরগুলিতে তাদের রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে। রাজ্য সরকার রাজ্যের অধিবাসীদের সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে বলে তিনি জানান। ডানার প্রভাবে জেলায় শস্যহানি এবং ঘরবাড়ি পড়ে গিয়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসাব চলছে বলেও মন্ত্রী জানান। তিনি বলেন, সরকারি নিয়ম অনুসারেই তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।