পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুলাই: নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন হওয়ায় প্রশাসনের পাশাপাশি সরকারি কর্মচারীদের কৃতজ্ঞতা জানালেন মন্ত্রী মানস ভুঁইঞা। তিনি বলেন, এবার উন্নয়নের কাজে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়কেও পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের জন্য অভিনন্দন জানান।
মানসবাবু বলেন, বিরোধীরা লাগাতার কুৎসা ও অপপ্রচার চালিয়ে গিয়েছে। এখনও বাংলাকে বদনাম করার চেষ্টা চলছে। সারা রাজ্যে পঞ্চায়েতে ২ লক্ষ ৩১ হাজার প্রার্থী ছিলেন। তার মধ্যে মাত্র ৭৫ হাজার প্রার্থী ছিল তৃণমূলের। বাকি সবই ছিল বিরোধীদের প্রার্থী। তা সত্বেও তারা সন্ত্রাসের অভিযোগ তুলছেন। মাত্র ৬০টি বুথে ভোটের দিন গণ্ডগোল হয়েছে। এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের ১৮ জন খুন হয়েছেন বলেও দাবি করেছেন মানসবাবু।
যৌথ মঞ্চ ও কো অর্ডিনেশনের কুৎসার বিরুদ্ধে ফেডারেশনকে সোচ্চার হতে হবে বলেও মন্তব্য করেছেন মানসবাবু। এদিন ফেডারেশনের সভায় জেলা কমিটির পুনর্বিন্যাস করা হয়। ফেডারেশন ভবনের সামনে আগামী দুমাসের মধ্যে প্রয়াত ফেডারেশন নেতা মৃগেন মাইতির মূর্তি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়।