পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আজ ফিতে কেটে দুই মেদিনীপুর জেলার সংযোগকারী রাস্তা মেরামতের আনুষ্ঠানিক উদ্বোধন হল পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকে। বড়িষা থেকে মুন্ডুমারি পর্যন্ত পিডব্লিউডি’র রাস্তা মেরামতের কাজ শুরু হল। দীর্ঘ কয়েক বছর ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে ছিল। এলাকাবাসীদের দীর্ঘ দিনের দাবি ছিল রাস্তার কাজ দ্রুত শুরু হোক।
এই কুড়ি কিলোমিটার রাস্তা দীর্ঘদিন টেন্ডার সহ বিভিন্ন সমস্যায় কাজ না হয়ায় সমস্যার সম্মুখীন হয়েছিলেন নিত্যযাত্রীরা। দীর্ঘ কুড়ি কিলোমিটার রাস্তা এবার ৩৬ কোটি টাকার টেন্ডার নিয়ে কাজ শুরু হবে জানান মন্ত্রী মানস ভুঁইঞা। সার্বিক এই কুড়ি কিলোমিটার রাস্তা মেরামতের জন্য চার থেকে ছয় মাস সময় লাগবে বলে।
আজ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করলেন মন্ত্রী মানষ রঞ্জন ভুঁইঞা ও বিধায়ক অজিত মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক গীতা রানী ভুঁইঞা সহ অন্যান্য নেতৃবৃন্দ।