Malay Ghatak, Shalboni, শালবনীতে বাংলার ভোট রক্ষা শিবির পরিদর্শনে মন্ত্রী মালয় ঘটক

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে আয়োজিত “বাংলার ভোট রক্ষা শিবির” এ শনিবার গুরুত্বপূর্ণ পরিদর্শনে যোগ দিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও জেলার কোঅর্ডিনেটর মলয় ঘটক। আসন্ন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে সামনে রেখে সংগঠনকে আরও সুশৃঙ্খল ও শক্তিশালী করার লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়।

এদিনের কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাত, যিনি শিবিরের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কর্মী–সমর্থকদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। শিবিরে আরও উপস্থিত ছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতিপ প্রসাদ মাহাতো, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ ছাড়াও ব্লক নেতৃত্ব থেকে অঞ্চল স্তরের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।

তাঁরা শিবিরের বিভিন্ন স্টল, প্রশিক্ষণ বিভাগ এবং প্রচার ব্যবস্থাপনা পরিদর্শন করেন। কর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে এলাকার ভোট-পরিস্থিতি, সংগঠনের শক্তি এবং মাঠপর্যায়ের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।

নেতৃত্বের বক্তব্য অনুযায়ী, ভোট রক্ষা শিবিরের মূল উদ্দেশ্য—

* গণতান্ত্রিক ভোট নিশ্চিত করা,
* শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা,
* কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধি করা,
* এবং বিভ্রান্তি, গুজব ও অপপ্রচার প্রতিরোধে সংগঠনকে প্রস্তুত রাখা।

দলীয় শীর্ষ নেতৃত্বের আগমনকে কেন্দ্র করে শালবনীতে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় দলীয় কর্মী ও সমর্থকরা মন্ত্রীদের স্বাগত জানান এবং শিবিরকে সফল করতে সর্বাত্মক সহযোগিতা করেন। নেতৃত্ব ও কর্মীদের ভূমিকাকে সাধুবাদ জানিয়ে আগামী দিনে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *