জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুন:
কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে আন্দোলনের মধ্য দিয়ে বিজেপিকে উৎখাত করার ডাক দিলেন শালবনির বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোl একুশে জুলাই কলকাতার শহিদ সমাবেশ সফল করতে রবিবার জেলা তৃণমূল কার্যালয়ে মেদিনীপুর সাংগঠনিক জেলার কৃষক ক্ষেতমজুর সেলের সভাপতিদের নিয়ে প্রস্তুতি বৈঠক করেন মন্ত্রীl
বৈঠক শেষে সংবাদমাধ্যমকে বলেন, ২১ শে জুলাই কলকাতা ধর্মতলা শহিদ দিবস সফল করার লক্ষ্যে দলের ব্লক সভাপতিদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছেল
সরকারি বিভিন্ন সংস্থা বেসরকারিকরণের বিরুদ্ধে বিজেপি সরকারকে নিশানা করে তিনি বলেন, আগামী দিনে বিজেপিকে উৎখাত না করলে আবার ব্রিটিশ শাসনের মতো অবস্থায় ফিরে যেতে হবে আমাদের। তাই সমস্ত কর্মী-সমর্থকদের আন্দোলনের মধ্য দিয়ে বিজেপিকে উৎখাত করার ডাক দেন তিনি।