পানিপথে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী গোলাম রাব্বানী, সাহায্যের আশ্বাস

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৩ জানুয়ারি: পানিপথে কাজে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হয় একই পরিবারের ৬ জনের। আজ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের গাইসাল ১ গ্রাম পঞ্চায়েতের জাকির বস্তি এলাকায় মৃতদের পরিবারের সাথে দেখা করলেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানী। ঘটনার খবর পেয়ে কলকাতা থেকে ফিরেই শুক্রবার মৃতদের পরিবারের সাথে দেখা করেন তিনি। তিনি জানিয়েছেন, এবিষয় নিয়ে তার হরিয়ানা সরকারের সাথে কথা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সরকারি ভাবে সাহায্য করার জন্য রাজ্যের অপর এক মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে তার কথা হয়েছে। তাদের পাশে থাকার সবরকম আশ্বাস দিয়েছেন তিনি।

রাজ্য থেকে প্রচুর শ্রমিক ভিন রাজ্যে কাজের জন্য যাওয়া প্রসঙ্গে মন্ত্রী গোলাম রব্বানী জানান, ৯২ সালে মাল্টি ন্যাশনাল কোম্পানীগুলি হরিয়ানা সহ ভিন রাজ্যে গড়ে উঠেছিল। গ্যাট চুক্তির প্রতিবাদ করার জন্য তারা এরাজ্যে আসেনি। অবস্থার পরিবর্তন হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলিকে এরাজ্যে আনার চেষ্টা চালাচ্ছেন। কিছু এসেছে, আরো আসবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। এছাড়াও জেলায় শিল্প স্থাপনের চেষ্টা চালানো হচ্ছে। কয়েক বছর পর এরাজ্য থেকে কেউ বাইরের রাজ্যে শ্রমিকের কাজ করতে যাবে না বলে মন্ত্রী গোলাম রব্বানী আশ্বস্ত করেছেন।

এদিন মন্ত্রীর সঙ্গে মৃতদের পরিবারের বাড়িতে যান ইসলামপুরের বিডিও রজত দাস। তিনি জানান, পানিপথের প্রশাসনের সঙ্গে তাদের কথা হয়েছে। ঘটনা জানার পরই তিনি এবং ইসলামপুরের এসডিও এসেছিলেন। সরকারিভাবে তাদের কিভাবে সাহায্য করা যায় তা তারা খতিয়ে দেখছেন। উল্লেখ্য, পরিযায়ী শ্রমিক হিসেবে হরিয়ানার পানিপথে শ্রমিকের কাজ করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ইসলামপুরের গাইসাল ১ গ্রাম পঞ্চায়েতের জাকিরবস্তি গ্রামের একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের পর দেহ জাকিরবস্তির উদ্দেশ্যে রওনা হয়েছে বলে ব্লক প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *