নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২ আগস্ট: অমিত শাহ করোনায় আক্রান্ত হওয়ার পর বাবুল সুপ্রিয় সহ বাংলার চার সাংসদ কোয়ারেন্টাইনে। বাংলার চার সাংসদ বাবুল সুপ্রিয়, নিশিথ প্রামানিক, সৌমিত্র খাঁ, জগন্নাথ সরকার গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। রবিবার অমিত শাহর করোনা পেজিটিভ রিপোর্ট আসতেই চার বাংলার সাংসদকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। যদিও বাংলার চার সাংসদের কোনও উপসর্গ নেই। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় মঙ্গলবার করোনার পরীক্ষা করাবে।
প্রসঙ্গত, সাংগঠনিক বিষয়ে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকাররা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। আর বিগত সপ্তাহে বাংলার চার সাংসদের কাছাকাছি রাজ্য বিজেপির অনেক নেতাই এসেছেন। কারণ সাংগঠনিক বৈঠকে রাজ্য বিজেপির অনেক নেতাই দিল্লিতে ছিলেন। স্বভাবতই চিন্তায় রয়েছেন রাজ্য বিজেপির অনেক নেতাই।

