পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ উদযাপন এবং জয় জোহার মেলার আয়োজন করা হয় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে। শনিবার যার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো।
উপস্থিত ছিলেন বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মণিকাঞ্চন রায়, অধ্যাপিকা অঞ্জনা মাহাতো, এলাকার বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ সরকার, রাজীব ঘোষ, দোলন হাজরা, সাগর মন্ডল, সুশান্ত সিংহ, দেব কুমার দে, সমীর হেমব্রম, সিরাজুল পাঠান সহ অন্যান্য ব্যক্তিরা।
এদিন পতাকা উত্তোলন এবং বিরসা মুন্ডার প্রতিকি ছবিতে মাল্যদান, পুষ্প অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে যার শুভ সূচনা হয়। জানা গিয়েছে এই জয় জোহার মেলা তিন দিন ধরে চলবে।

