মিম বিজেপির রাস্তা সহজ করে তাকে ক্ষমতায় আনতে চাইছে, বললেন ফিরহাদ হাকিম

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩ জানুয়ারি: মিম কি ১৪৭টি আসন দিতে পারবে? মিম বিজেপির রাস্তা সহজ করে তাদের ক্ষমতায় আনতে চাইছে, রবিবার বিকেলে বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুলিতে একটি জনসভায় যোগদান করতে এসে এমনই মন্তব্যই করলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পৌরসভার প্রশাসক ফিরহাদ হাকিম।

রবিবার ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকির সাথে বৈঠক করেন আসাউদ্দিন ওয়াইসি। এই বৈঠককে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন, মিমের এসব করে কোনও লাভ নেই। এটা বিবেকানন্দের বাংলা। অমিত শাহর সঙ্গে মিটিং করছেন আসাউদ্দিন ওয়াইসি, একে সাম্প্রদায়িক বনাম বিনা সাম্প্রদায়িক লড়াই বলে মন্তব্য করেন ফিরহাদ হাকিম। তিনি এও বলেন, কেউ হায়দ্রাবাদ থেকে এসে আল্লাহ আকবর শেখাবে কেউ আবার উত্তর প্রদেশ থেকে এসে জয় শ্রীরাম শেখাবে। আমরা বলি জয় মা কালী, আসসালামু আলাইকুম। এই বাংলা বিবেকানন্দ, শরৎচন্দ্রের বাংলা, আমরা এখানে একসাথে থাকব। অমর্ত্য সেনকে জমি চোর বলে অপমান সত্যিই লজ্জাজনক। আগে আমাদের এত অপমান কোনও দিন হয়নি।

এদিন কৃষি আইন নিয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নেন ফিরহাদ হাকিম। মিম কে কটাক্ষ করে তিনি বলেন, মিম কি ১৪৭টি আসন দিতে পারবে, মিম বিজেপি রাস্তা সহজ করে তাদের ক্ষমতায় আনতে চাইছে। পিরজদা সাহেব বিজেপিকে আনতে চাইছে, বিজেপির সাথে সেটিং করছে সংখ্যালঘু নেতা। মিম কে সরাতে চাই, অন্য সাম্প্রদায়িক দলকেও সরাতে চাই। অধীর চৌধুরীও ভেতরে ভেতরে সেটিং করেছেন।

এদিনের এই সভায় ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী সুজাতা খাঁন, মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান ও কান্দি পৌরসভার প্রশাসক অপুর্ব সরকার সহ জেলার তৃণমূল নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *